ছবি: সংগৃহীত।
বাঘ এবং বাঘের মাসিরা মিলে ফন্দি এঁটেছে আপনার চোখকে বিপদে ফেলার। উঁহু ‘সেই একঘেয়ে খুঁজে বের করার ধাঁধা’ ভেবে মোবাইলের ব্যাক বাটনে হাত রাখবেন না। এই ধাঁধায় একটি টুইস্ট আছে। এখানে শুধু খুঁজে বের করলেই হবে না। জানাতে হবে ক’টা খুঁজে পেলেন। তা-ও আবার বাঁধা ধরা সময়ের মধ্যে।
ধাঁধা।
বাঘেদের ভিড়েই লুকিয়ে রয়েছে ‘বাঘের মাসি’ বিড়াল। তবে একটি নয়, অনেকগুলি । এমনিতে বিড়ালদের অভ্যাসই হল আনাচে কানাচে লুকিয়ে থাকা। এখানেও তার ব্যতিক্রম হয়নি।
নামে বাঘের মাসি হলেও চোহারায় বাঘের ১০ ভাগের এক ভাগ বিড়াল। তাই বড় বড় বাঘের মধ্যে তারা প্রায় মিলিয়ে গিয়েছে। কিন্তু সেই মিলিয়ে যাওয়া অবস্থা থেকেই টেনে বার করতে হবে তাদের। মাত্র ১০ সেকেন্ডের মধ্যে।
বলুন তো ঠিক কতগুলো বিড়াল রয়েছে এই ছবিতে।
পারলেন কি?
না পারলে নীচে দেওয়া রইল সমাধান।
সমাধান।