Optical Illusion

একটি নারকেল মালা কাটা হয়েছে অসমান ভাবে, খুঁজে বার করতে পারবেন?

চোখের দৃষ্টি প্রখর হলে ৫ সেকেন্ডের মধ্যেই খুঁজে পাওয়ার কথা একটু আলাদা ওই নারকেল মালাটিকে। তবে চোখে ধাঁধা লাগলে সময় অনেক বেশিও লাগতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ১৯:৪৩
Share:

ছবি: সংগৃহীত।

এই ধাঁধা তৈরিই হয়েছে চোখে ধাঁধা লাগিয়ে দেওয়ার জন্য। কিন্তু চোখ ধাঁধালে উত্তর খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। হাতে সময় মাত্র ৫ সেকেন্ড। তাই দ্রুত খুঁজে ফেলতে এই সার সার নারকেল মালার মধ্যে লুকিয়ে থাকা একটি আলাদা দেখতে নারকেলকে।

Advertisement

নারকেল মালা গুলির সবক’টিরই কানা প্রায় সমান। একটি নারকেলেরই কানা ভাঙা। পিছন দিকের রঙটাও খানিক গাঢ়। এতগুলি ক্লু দেওয়া থাকল দেখুন তো এখন খুঁজে পান কি না।

চোখের দৃষ্টি প্রখর হলে ৫ সেকেন্ডের মধ্যেই খুঁজে পাওয়ার কথা একটু আলাদা ওই নারকেল মালাটিকে। তবে চোখে ধাঁধা লাগলে সময় অনেক বেশিও লাগতে পারে। তবে হাল ছাড়লে চলবে না। দেখুন কত সেকেন্ডে খুঁজে পেলেন। নীচে দেওয়া রইল সমাধান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement