Viral News

বাবা ইমরান হাশমি, মা সানি লিওন! দুই তারকার ‘পুত্রের’ সন্ধান মিলল বিহারে

ফর্মে যেখানে পরীক্ষার্থীর বাবার নাম লিখতে হয়, সেখানে কুন্দন লিখেছেন ইমরান হাশমি। মায়ের পরিচয়ও বদলে দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১৭:৩০
Share:
Emraan Hashmi and Sunny Leone’s son found in Bihar, funny post went viral, netizens react

ইমরান হাশমি ও সানি লিওন। ছবি: সংগৃহীত।

বিহারের একটি কলেজের স্নাতক পরীক্ষা দেওয়ার ফর্মপূরণ করেছেন এক তরুণ। তরুণের নাম কুন্দন। বিহারের মুজফ্‌ফরপুরের একটি কলেজে পরীক্ষা দেওয়ার ফর্মপূরণ করেছিলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমে পরীক্ষার ফর্মের ছবি ছড়িয়ে পড়েছে (যদিও এর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ফর্মে ছাত্রের বাবা-মায়ের নাম দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

Advertisement

নিজেকে বলিপাড়ার দুই তারকার সন্তান বলে দাবি করেছেন কুন্দন। ফর্মপূরণের সময় দুই তারকার নামও লিখেছেন তিনি। ফর্মে যেখানে পরীক্ষার্থীর বাবার নাম লিখতে হয়, সেখানে কুন্দন লিখেছেন ইমরান হাশমি। মায়ের পরিচয়ও বদলে দিয়েছেন তিনি। মায়ের নাম লিখেছেন সানি লিওন। এ ভাবেই ভুয়ো পরিচয় দিয়ে ফর্মপূরণ করেছেন কুন্দন। এই পোস্টটি দেখে নেটব্যবহারকারীদের অধিকাংশই হেসে কুটিপাটি। এক নেটাগরিকের কথায়, ‘‘কুন্দনের ঠাকুর্দার নাম মনে হয় মুকেশ ভট্ট।’’ আবার এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘পড়ুয়ারা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এমন মশকরা করে কী ভাবে কে জানে!’’

তবে এই ঘটনাটি কবেকার, সে বিষয়ে কিছু জানা যায়নি। তরুণ পড়ুয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়েছে কি না তাও জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement