Viral Video

মাঝপথে থমকে গেল নেতার ইলেকট্রিক গাড়ি, দড়ি দিয়ে টেনে নিয়ে গেল গরু! ভাইরাল ভিডিয়ো

কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২৩ সালে ইলেকট্রিক গাড়ি কিনেছিলেন তিনি। কিন্তু গাড়ি নিয়ে নানা রকম সমস্যায় পড়েন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১১:৩৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শখ করে ইলেকট্রিক গাড়ি কিনেছিলেন রাজস্থানের কুচামন পুরসভার বিরোধী নেতা। কিন্তু ব্যাটারি পুরো চার্জ দিয়ে বার হলেও মাঝপথে তা বন্ধ হয়ে যায়। প্রায়শই এমন পরিস্থিতির শিকার হন অনিল। কয়েক দিন আগেও মাঝরাস্তায় গাড়ি থেমে যায় অনিলের। উপায় না দেখে গাড়ির সামনে দড়ি বাঁধা হয়। ইলেকট্রিক গাড়ি চটজলদি বদলে যায় গরুর গাড়িতে। দু’টি গরু সেই গাড়িটিকে টেনে নিয়ে যায় গন্তব্যে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

রাজস্থানের দিদওয়ানা জেলার কুচামন শহরে এই ঘটনাটি ঘটেছে। কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২৩ সালে ইলেকট্রিক গাড়ি কিনেছিলেন তিনি। কিন্তু গাড়ি নিয়ে নানা রকম সমস্যার মুখে পড়েন তিনি।

অনিলের দাবি, মাঝরাস্তায় যখন-তখন সেই গাড়ি বন্ধ হয়ে যায়। এখনও পর্যন্ত মোট ১৬ বার গাড়ি সারাই করিয়েছেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু আখেরে লাভ হয়নি। চালানোর আগে গাড়ির ব্যাটারি চার্জ দিয়ে বার হলেও তা নাকি মাঝরাস্তায় বন্ধ হয়ে যায়।

Advertisement

‘বিনোদ ভোজক’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, অনিলের ইলেকট্রিক গাড়ির সামনে দুটো গরু দাঁড়িয়ে। দড়ি দিয়ে গাড়ির সঙ্গে বাঁধা হয়েছে তাদের।

সেই গাড়িটি টেনে নিয়ে যাচ্ছে গরু দু’টি। মাঝপথে অনিলের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেছেন, ‘‘শেষমেশ গরু দু’টিই বাঁচাল।’’ আবার এক জনের কথায়, ‘‘এ তো আধুনিক গরুর গাড়ি!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement