ছবি: সংগৃহীত।
কথায় আছে ‘জন্ম-মৃত্যু-বিয়ে, তিন বিধাতা নিয়ে’। বিধাতার সেই নিয়ন্ত্রণের ওপর নাকি এ বার খোদকারি করতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আয়ু ফুরোনোর কথা এ বার ঘোষণা করবে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই)-এর একটি ঘড়ি। এআই-কে দিন দিন কী ভাবে আরও উন্নত করা যায়, তা নিয়ে বিভিন্ন দেশে চলছে নানা রকম গবেষণা। এই প্রযুক্তির নতুন সংযোজন হল ‘ডেথ ক্লক’। অর্থাৎ, এমন এক ঘড়ি, যা বলে দিতে পারে আপনার মৃত্যুর সম্ভাব্য দিনটি। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এই বিশেষ অ্যাপে পাঁচ কোটি ৩০ লক্ষ মানুষের জীবনযাত্রা সংক্রান্ত বিভিন্ন তথ্য পুরে দেওয়া হয়েছে। ডায়েট, ব্যায়াম, স্ট্রেসের পরিমাণ, ঘুম সম্পর্কে প্রদত্ত তথ্য ব্যবহার করে মৃত্যুর সম্ভাব্য তারিখ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে সক্ষম কৃত্তিম বুদ্ধিমত্তার এই অ্যাপ। এমনটাই দাবি করেছেন অ্যাপটির স্রষ্টা ব্রেন্ট ফ্রানসন।
জুলাই মাসে অ্যাপটি চালু হওয়ার পর থেকে ১ লক্ষ ২৫ হাজার বার ডাউনলোড করা হয়েছে। যাঁরা স্বাস্থ্যকর ও সুন্দর জীবন বেছে নিতে চান, তাঁদের মধ্যে এই অ্যাপটির চাহিদা বাড়ছে বলে দাবি করা হয়েছে। মানুষ কত দিন বেঁচে থাকতে পারে তা নির্ধারণ করতে বহু শতাব্দী ধরে ‘অ্যাকচুয়ারিয়াল টেবল’ বা জীবন সারণি ব্যবহার করা হয়। সেই কাজ এখন এআই করতে সক্ষম। এই অ্যাপটি অর্থনীতিবিদ এবং অর্থ ব্যবস্থাপকদের কাজকে অনেকটা সহজ করে দিতে পারবে বলেও দাবি করা হচ্ছে। কারণ হিসাবে বলা হচ্ছে, যে কোনও আর্থিক গবেষণা, গণনা ও পরিকল্পনার জন্য মানুষের আয়ুষ্কাল নির্ধারণ করা জরুরি। সরকার ও আর্থিক সংস্থাগুলি পক্ষে অবসরকালীন আয়ের চাহিদা থেকে শুরু করে জীবন বিমা এবং পেনশন তহবিলের মতো আর্থিক পরিকল্পনা করতে এই ধরনের অ্যাপ পথ দেখাতে সক্ষম হবে বলে মত আর্থিক বিশেষজ্ঞদের একাংশের।