Cyrus Mistry

ধাবায় বসে সাইরাস, ড্রাইভারের পাশেই স্টিলের থালায় খাচ্ছেন, ছবি নিয়ে শুরু আলোচনা

রবিবার মহারাষ্ট্রের কাছে হাইওয়ের উপরেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাইরাসের। টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাসের গাড়ি একটি ডিভাইডারে ধাক্কা লেগে দুর্ঘটনাগ্রস্ত হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩২
Share:

সাইরাসের এই ছবিটিই ভাইরাল হয়েছে। ফাইল চিত্র।

দড়ির খাটিয়ায় দু’পা গুটিয়ে বাবু হয়ে বসে আছেন সাইরাস মিস্ত্রী। টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান, সাপুরজী পালনজী গোষ্ঠীর অধুনা প্রয়াত শীর্ষকর্তা তখনও বেঁচে। বাঁশের কাঠামোয় কাপড়ের ছাউনি দেওয়া হাইওয়ের ধারের এক সাধারণ ধাবায় তিনি খেতে বসেছেন। সামনে সাধারণ স্টিলের থালায় তরকারি। হাতে রুটির টুকরো। ছবিটি প্রকাশ্যে এসেছে বিশ্বের পার্সি সম্প্রদায়ের একটি ফেসবুক পেজের সৌজন্যে। তবে পুরনো ছবিটি মুহূর্তে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।

Advertisement

ছবিটির বিবরণে ফেসবুক পেজটিকে লেখা হয়েছে, ‘একটি ছবিই অনেক কথা বলে যায়। সাইরাস কতটা অহঙ্কারহীন এবং আড়ম্বরহীন মানুষ ছিলেন তার প্রমাণ এই ছবি। একটি সাধারণ ধাবায় তাঁর গাড়ির চালকের সঙ্গে বসে সাধারণ খাবার খাচ্ছেন সাইরাস। বিমান সফরের থেকে তিনি বরাবরই সড়ক পথে সফর করতে এবং রাস্তার ধারের খাবার খেতে ভালবাসতেন।’

ছবিতে সাইরাসের পরনে সাধারণ কেজো পোশাক— শার্ট, প্যান্ট এবং হাতে ঘড়ি মুখোমুখিই বসে আছেন তাঁর গাড়ির চালক। ছবিটি সম্ভবত ওই ধাবারই সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত। তবে ছবিটি কবেকার, তা জানা যায়নি।

Advertisement

রবিবারই সড়কপথে নিজের গাড়িতে আমদাবাদ থেকে মুম্বইয়ে ফেরার পথে একটি দু্র্ঘটনায় মৃত্যু হয় সাইরাসের। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। পুলিশের তদন্ত বলছে মহারাষ্ট্রের পালঘরের কাছে একটি নদীর সেতুর উপর ডিভাইডারে ধাক্কা লেগে দুর্ঘটনাগ্রস্ত হয় সাইরাসের গাড়ি। উল্লেখ্য ২০১২ সালে টাটা সন্সের চেয়ারম্যান পদে নিযুক্ত হন সাইরাস। ২০১৬ সালে তাঁকে সরিয়ে দেওয়া হয় ওই পদ থেকে।

ছবিতে সাইরাসের পরনে সাধারণ কেজো পোশাক— শার্ট, প্যান্ট এবং হাতে ঘড়ি মুখোমুখিই বসে আছেন তাঁর গাড়ির চালক। ছবিটি সম্ভবত ওই ধাবারই সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত। তবে ছবিটি কবেকার, তা জানা যায়নি।

রবিবারই সড়কপথে নিজের গাড়িতে আমদাবাদ থেকে মুম্বইয়ে ফেরার পথে একটি দু্র্ঘটনায় মৃত্যু হয় সাইরাসের। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। পুলিশের তদন্ত বলছে মহারাষ্ট্রের পালঘরের কাছে একটি নদীর সেতুর উপর ডিভাইডারে ধাক্কা লেগে দুর্ঘটনাগ্রস্ত হয় সাইরাসের গাড়ি। উল্লেখ্য ২০১২ সালে টাটা সন্সের চেয়ারম্যান পদে নিযুক্ত হন সাইরাস। ২০১৬ সালে তাঁকে সরিয়ে দেওয়া হয় ওই পদ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement