ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তা পার হবে বলে উঁচু বেড়ায় উঠে তো পড়েছে। কিন্তু তা থেকে নামবে কী করে? বেড়ার উপর দাঁড়িয়ে তা-ই ভাবছে একটি বিড়াল। লাফ দেওয়ার জন্য প্রস্তুতি নিলেও লাফিয়ে নামতে পারছে না সে। বিড়ালের কাণ্ড দেখে আর স্থির থাকতে পারল না একটি কাক। পিছন থেকে উড়ে গিয়ে বিড়ালটিকে দিল ধাক্কা। বেড়া থেকে না নেমেই রাস্তায় পড়ে গেল বিড়ালটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ডেলিক্যাট্স.কো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, বেড়া ডিঙিয়ে রাস্তায় লাফ দেবে বলে প্রস্তুতি নিচ্ছে একটি বিড়াল। বেড়ার নীচ দিয়ে অন্য একটি বিড়াল হেঁটে যাচ্ছে। রাস্তায় গিয়ে বসেও পড়ল সেই বিড়ালটি। কিন্তু বেড়ার উপর থেকে আর লাফ দিতে পারছে না অন্য বিড়ালটি। পড়ে যাওয়ার ভয়ে যেন প্রাণ শুকিয়ে যাচ্ছে তার।
বিড়ালটি যে বেড়া থেকে নামতে চাইছে তা দূর থেকে বুঝতে পারে একটি কাক। তাই বিড়ালটিকে সাহায্য করতে সেখানে উড়ে যায় সে। পিছন থেকে বিড়ালটিকে ধাক্কা মারতে দেখা যায় কাকটিকে। কাকের ধাক্কা খেয়ে নীচে পড়ে যায় বিড়ালটি। কাকটিও বেড়ার উপর বসে পড়ে। কাকের ‘সাহায্য’ পেয়ে রাস্তায় নেমে পড়ে বিড়ালটি। তার পর নিজেকে সামলে অন্য দিকে হাঁটা লাগায়। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভিডিয়োটি খুবই মিষ্টি। কাকটি কেমন সাহায্য করল বিড়ালটিকে। বিড়ালের হাবভাব দেখে বড্ড হাসি পাচ্ছিল। কী ভীতু!’’