ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জল থেকে উঠে ডাঙায় নেমেছে অ্যালিগেটর। দিক্নির্দেশ করে তাকেই আবার জলে ফিরিয়ে নিয়ে যেতে চায় তিন পক্ষী। তাই অ্যালিগেটরকে ঘিরে রেখে রাস্তা পার করাল তিন সারস। তাদের দেখে থেমে গেল ট্র্যাফিকও। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, একটি অ্যালিগেটরকে ঘিরে রেখে তাকে রাস্তা পার করাচ্ছে তিনটি সারস। রাস্তার এক পার থেকে অন্য পারে গিয়েও আবার উল্টো দিকে হাঁটা লাগাল অ্যালিগেটরটি। পিছন পিছন গেল তিনখানা সারসও। তাদের কাণ্ডকারখানা দেখে রাস্তাঘাটে থেমে গেল গাড়িও।
আবার অ্যালিগেটরটি রাস্তার যে দিক থেকে রওনা দিয়েছিল, সে দিকেই ফিরে গেল। রাস্তা পার করেই ছুটতে শুরু করল অ্যালিগেটরটি। পুকুর দেখে দৌড়ে দৌড়ে জলে নেমে পড়ল সে। পিছনে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে রইল তিন সারস। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সারসগুলি তো ট্র্যাফিক পুলিশের ভূমিকা পালন করছে। কেমন সাবধানে রাস্তা পার করাচ্ছে অ্যালিগেটরটিকে।’’