ছবি: এক্স থেকে নেওয়া।
প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেল পশুরাজকে। রাতে অন্ধকারে জনবসতি এলাকায় একটি পূর্ণবয়স্ক সিংহকে টহল দিতে দেখা গিয়েছে গুজরাতের সোমনাথে। ওই এলাকার একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে চমকে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। মনোজ শর্মা নামের এক ব্যক্তি এক্স সমাজমাধ্যমে সিসিটিভি ফুটেজটি পোস্ট করেন। সেখানে দেখা গিয়েছে, গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহটি। সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে ঘটনাটি। বড়সড় এক সিংহকে এ ভাবে রাস্তায় ঘোরাফেরা করতে দেখে আতঙ্কে ভুগতে শুরু করেছেন অনেকেই। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
৬ অক্টোবর রাত ১১টা নাগাদ সোমনাথ নয়াবন্দরের একটি মন্দিরের কাছে বাইকে করে আসছিলেন এক দম্পতি। হঠাৎ তাঁরা দেখেন উল্টো দিকে দাঁড়িয়ে আছে বড়সড় একটি প্রাণী। সেটি যে সিংহ তা বুঝতে পেরে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায় দম্পতির। বাইক ফেলে রেখেই সটান দৌড় দেন দু’জনেই। মানুষ দেখে প্রথমে খানিকটা দৌড়ে এলেও তার পর ধীরে ধীরে দুলকি চালেই হাঁটতে দেখা যায় সিংহটিকে। দম্পতিরা যে দিকে দৌড়ে পালান, সে দিকেই যেতে দেখা যায় বন্যপ্রাণীটিকে। তবে কোথা থেকে সিংহটি এল সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।