ছবি: সংগৃহীত।
এই ধাঁধার সমাধান করতে তাঁরাই পারবেন, যাঁদের পর্যবেক্ষেণ ক্ষমতা প্রখর। কারণ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ছবির ভিতরেই।
ছবি: সংগৃহীত।
উপরের ছবিতে দেখা যাচ্ছে সবুজের মাঝে খোলা আকাশের নীচে তাঁবু গেড়েছেন কয়েক জন। শীতের রাতে অনেকেই জঙ্গলে এ ভাবে ‘ক্যাম্পিং’ করে থাকেন। ধাঁধার প্রশ্ন হল এখানে কত জন ‘ক্যাম্পিং’ করছেন?
ছবিটি ভাল করে লক্ষ্য করলেই এর উত্তর পাওয়া যাবে।
দেখুন তো আপনি খুঁজে পাচ্ছেন কি না ছবির মধ্যে থাকা সেই ‘ক্লু’।
পারলেন কি? না পেলে উত্তরটা বলে দেওয়া যাক। মোট চার জন গিয়েছেন।
কী ভাবে? ছবিতে নজর করলেই দেখতে পাবেন খাবারের চারটি প্লেট, চারটি পানীয়ের পাত্র এবং চারটি চামচ রয়েছে। তাই ছবিতে তিন জনকে দেখা গেলেও আসলে রয়েছেন চার জন।
ছবি: সংগৃহীত।