Viral Video

বিয়েবাড়িতে ঢুকে পড়ল ‘ডাইনোসর’! নাচ শুরু করল বরের হাত ধরে, চমকে গেলেন সকলে, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়েবাড়ির অনুষ্ঠানে নাচ করছেন বর এবং তাঁর বন্ধুরা। আত্মীয়-পরিজনেরাও এ দিক-ও দিক ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় সেখানে পৌঁছে যান ডাইনোসরের পোশাক পরিহিত এক ব্যক্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৪:৩২
Share:
Bride surprises everyone by arriving wedding venue in Dinosaur costume, video goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

বিয়েবাড়িতে ঢুকে পড়ল ‘ডাইনোসর’। নাচানাচিও করল বরের হাত ধরে। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়েবাড়ির গায়েহলুদ অনুষ্ঠানে নাচ করছেন বর এবং তাঁর বন্ধুরা। আত্মীয়-পরিজনেরাও এ দিক-ও দিক ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় সেখানে পৌঁছে যান ডাইনোসরের পোশাক পরিহিত এক ব্যক্তি। বিয়েবাড়িতে ঢুকে নাচতে শুরু করেন তিনি। তাঁকে দেখে অবাক হয়ে যান উপস্থিত সকলে। কেউ কেউ হেসে ওঠেন। এর পর ওই ডাইনোসররূপী মানুষটি বরের হাত ধরে নাচা শুরু করেন। মাতিয়ে দেন সকলকে। এর পর সকলে তাঁকে নিয়ে কৌতূহল প্রকাশ করলে ডাইনোসরের পোশাক খুলে বেরিয়ে আসেন ওই ব্যক্তি। দেখা যায়, তিনি আর কেউ নন, স্বয়ং কনে। বিয়েবাড়িতে ডাইনোসরের পোশাকে সকলকে চমকে দিতে এসেছিলেন তিনি। তাঁকে ওই ভাবে ডাইনোসরের পোশাক ছেড়ে বেরিয়ে আসতে দেখে বিয়েবাড়িতে হইচই পড়ে যায়। হাসির রোল ওঠে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মলকিত আগরওয়াল’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ৩০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভিডিয়োটি খুব মজার। আমিও আমার বিয়েতে এ রকম করে সকলকে চমকে দেব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement