ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
নিউ জ়িল্যান্ডের অকল্যান্ডের রাস্তা দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে একের পর এক গাড়ি। ট্র্যাফিক সিগনালে ক্যামেরার সাহায্যে সর্ব ক্ষণ রাস্তার দিকে নজর রাখা হচ্ছে। কিন্তু সেই ক্যামেরার চোখেই চোখ মেলাল শালিক। রাগী রাগী নজরে যেন ক্যামেরার দিকেই তাকিয়ে ডেকে উঠে বলল, ‘সব নজরে রাখছি কিন্তু’। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ঘোরাফেরা করছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
নিউ জ়িল্যান্ডের পরিবহন সংস্থা ‘এনজ়ি ট্রান্সপোর্ট এজেন্সি ওয়াকা কোতাহি’ নামের অ্যাকাউন্ট থেকে ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, ট্র্যাফিক সিগন্যালের ক্যামেরায় নজর রাখা হচ্ছে রাস্তায়। হঠাৎ ক্যামেরার সামনে উড়ে গিয়ে বসল শালিক।
ক্যামেরার দিকে রাগী রাগী চোখে যেন ‘অ্যাংরি বার্ড’-এর মতো তাকিয়ে রয়েছে সে। ভিডিয়োটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, শালিকটি ক্যামেরার দিকে তাকিয়ে জোরে জোরে ডাকছে। ক্যামেরার লেন্সের দিকে এক চোখ বসিয়ে দেখতেও শুরু করল সে। তার পর সেখান থেকে উড়ে গেল শালিক।
এই ঘটনাটির বর্ণনা দিয়ে ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করা হয়েছে। পোকা মারতে ভারতীয় উপমহাদেশ থেকে শালিক নিয়ে যাওয়া হয়েছিল নিউ জ়িল্যান্ডে। সেই শালিকই ধরা পড়ল ট্র্যাফিক সিগন্যালের ক্যামেরায়।