Bengaluru

কৃত্রিম প্রযুক্তির সাহায্যে তরুণীর ছবি বানিয়ে নকল ডেটিং প্রোফাইল! প্রেমের একাধিক প্রস্তাব পেলেন তরুণ

তরুণীর ছবিটি কৃত্রিম প্রযুক্তির সাহায্যে বানানো। তবে এক নজরে দেখলে তা বোঝা যায় না। সেই ছবি বানিয়েই ডেটিং অ্যাপে তা দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলেন বেঙ্গালুরুর এক তরুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৭:৫৬
Share:
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো তরুণীর ছবি।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো তরুণীর ছবি। —ছবি: সংগৃহীত।

ঘরে একা একা বসে কী করবেন তা ভেবে পাচ্ছিলেন না তরুণ। কৃত্রিম প্রযুক্তির সাহায্যে কী ভাবে তরুণীদের ছবি বানানো যায় তা দেখছিলেন তিনি। তরুণ এমন ছবি তৈরি করতে চাইছিলেন, যা দেখে মনেই হবে না যে, ছবিটি নকল। বহু চেষ্টার পর এমন একটি ছবি তৈরি করতে সক্ষম হলেন তিনি। কিন্তু তাঁর মাথায় চেপে বসল দুষ্টু বুদ্ধি। কৃত্রিম প্রযুক্তির সাহায্যে বানানো সেই ছবিটি দিয়ে ডেটিং অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলে ফেললেন তরুণ। তার পরেই অবাক হয়ে যান তিনি।

Advertisement

‘ইনফিনোজ়’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় দু’টি স্ক্রিনশট পোস্ট করা হয়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তার মধ্যে একটি ছবিতে এক তরুণীকে দেখা যাচ্ছে। অন্য ছবিটি ডেটিং প্রোফাইলের স্ক্রিনশট। তরুণীর ছবিটি কৃত্রিম প্রযুক্তির সাহায্যে বানানো। তবে এক নজরে দেখলে তা বোঝা যায় না। সেই ছবি বানিয়েই ডেটিং অ্যাপে তা দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলেন বেঙ্গালুরুর এক তরুণ।

নকল তরুণীকেও বেঙ্গালুরুর বাসিন্দা হিসাবে পরিচয় দেন তিনি। তরুণের দাবি, অ্যাকাউন্ট খোলার পর বেঙ্গালুরুর প্রচুর ‘সিঙ্গল’ তরুণ যোগাযোগ করেন সেই নকল ‘তরুণী’র সঙ্গে। এমনকি, তাঁকে ডেটে নিয়ে যাওয়ার প্রস্তাবও দেন অনেকে। মুহূর্তের মধ্যে সেই নকল প্রোফাইলটি নিয়ে ডেটিং অ্যাপে শোরগোল শুরু হয়। সন্দেহ হওয়ায় প্রোফাইল তৈরির ১২ ঘণ্টার মধ্যে ডেটিং অ্যাপের তরফে সেই নকল অ্যাকাউন্টটি মুছে ফেলা হয়। এ বিষয়ে সমাজমাধ্যমে জানাজানি হতেই নেটাগরিকদের একাংশ কটাক্ষ করে লিখেছেন, ‘‘তরুণেরা কি এতটাই একাকিত্বে ভুগছেন যে আসল-নকলের বিচার করার ক্ষমতাও হারিয়ে ফেলছেন?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement