Pizza

পিজ্জার নাম বাহুবলী! কী কী আছে তাতে? দামই বা কত? ভাইরাল হল ভিডিয়ো

দাম সাড়ে তিনশো টাকা। পাওয়া যায় মহারাষ্ট্রের পুনের রাস্তাপেঠে। একটি পিজ্জায় আরামসে দু’জনের পেট ভরতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৩
Share:

ছবি : ইনস্টাগ্রাম।

এ পিজ্জা গোল নয় চৌকো। সে তো পিজ্জা যেকোনও আকারের হতে পারে! কিন্তু এই পিজ্জার আরও অনেক বিশেষত্ব। এ পিজ্জা যে সে পিজ্জা নয়। এর নাম বাহুবলী!

Advertisement

কেন বাহুবলী? কী আছে এতে? উপকরণের কমতি নেই। সবজি থেকে শুরু করে মাংস, চিজ থেকে শুরু করে মেয়োনিজ, এমনকি, মোটা মোটা আলু ভাজা তা-ও আছে। শক্তপোক্ত চৌকো শরীরে কাঁড়ি কাঁড়ি জিনিসের ভার বইতে পারে বলেই বোধ হয় এই পিজ্জার নাম বাহুবলী!

দাম সাড়ে তিনশো টাকা। পাওয়া যায় মহারাষ্ট্রের পুনের রাস্তাপেঠে। একটি পিজ্জায় আরামসে দু’জনের পেট ভরতে পারে। তবে ফ্রেঞ্চফ্রাই, মেয়োনিজ, টমেটো সসে ছড়াছড়ি এই দেশি পিজ্জা দেখে নাক সিঁটকেছেন পিজ্জাপ্রেমীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement