viral video

গায়ের গন্ধ নিয়ে বিমানে দুই যাত্রীর চুলোচুলি! হাতাহাতি থামাতে এসে কামড় খেলেন বিমানকর্মী

দুই যাত্রীর লড়াই থামাতে চার জন বিমানকর্মী হিমশিম খেয়ে যান। প্রবল ধস্তাধস্তি চলতে থাকে। এরই মাঝে মহিলা কর্মীর হাতে কামড় বসিয়ে দেন এক যাত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১০:২৩
Share:
cabin crew was bitten

ছবি: সংগৃহীত।

বিমানে দুই সহযাত্রীর মধ্যে চলছিল গন্ধবিচার। এক জন যাত্রীর দাবি, তাঁর পাশের যাত্রীর গা থেকে বেরিয়ে আসছে দুর্গন্ধ। যাঁর বিরুদ্ধে এই অভিযোগ তাঁর বক্তব্য, যিনি অভিযোগ তুলছেন তাঁর নিজের গায়ের সুগন্ধির গন্ধ অত্যন্ত তীব্র। এই নিয়ে বিমানের মধ্যেই শুরু হয় বচসা। সেই বিবাদ গড়ায় হাতাহাতিতে। দুই যাত্রীর বচসায় হস্তক্ষেপ করতে আসেন বিমানকর্মীরাও। দুই যাত্রীর মধ্যে তর্কাতর্কি চলাকালীন বিমানের এক কর্মীর হাত কামড়ে ধরার অভিযোগ ওঠে এক যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চিনের শেনজেন বিমানবন্দরে।

Advertisement

এই ঘটনার জেরে শেনজেন এয়ারলাইন্সের সেই উড়ান ছাড়তে দু’ঘণ্টা দেরি হয়। সংবাদমাধ্যমের সূত্র অনুসারে বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে ঘটনাটি ঘটেছে ১ এপ্রিল। দক্ষিণ চিনের শেনজেন থেকে সাংহাইগামী একটি উড়ানে। চিনের সংবাদমাধ্যম ‘সাংহাই ডেলি’র এক্স হ্যান্ডল থেকে সেই ঘটনার ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সেখানে দেখা গিয়েছে যখন হাতাহাতি শুরু হয়, তখন এক জন বিমানসেবিকা চিৎকার করে বলে ওঠেন, ‘‘আমার হাত কেউ কামড়ে রেখেছেন, ছাড়ুন।’’ দুই যাত্রীর লড়াই থামাতে চার জন বিমানকর্মী হিমশিম খেয়ে যান। প্রবল ধস্তাধস্তি চলতে থাকে। এরই মাঝে মহিলা কর্মীর হাতে কামড় বসিয়ে দেন এক যাত্রী। এই ঘটনার পর যাত্রীদের বিমান থেকে নেমে যেতে বলা হয়। দুই ঘণ্টা পর তাঁরা আবার বিমানে ওঠেন। ফলে বিমানটি ছাড়তে দেরি হয়ে যায়। পরে পুলিশ দুই যাত্রীকে তুলে নিয়ে যায়।

Advertisement

ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল গত বছরে। তাইপেই থেকে লস অ্যাঞ্জেলেসগামী একটি বিমানে দুই যাত্রী আসন নিয়ে একে অপরের সঙ্গে মারামারি করেছিলেন। তাঁদের থামানোর চেষ্টা করে বিমানসেবিকা মাথায় আঘাত পান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement