viral video

কোমোডো-মহিষের ধুন্ধুমার লড়াই, শিংয়ের গুঁতোয় খুলি ফুটো হতে হতে বাঁচল ভয়ঙ্কর সরীসৃপ!

তীক্ষ্ণ শিংওয়ালা মহিষটিকে তেড়ে আসতে দেখে প্রথমে পিছু হঠে কোমোডোটি। বেশ কিছু ক্ষণ পর পরস্পরের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকতে দেখা যায় প্রাণী দু’টিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৪:১৩
Share:
fight between a Komodo dragon and buffalo

ছবি: এক্স থেকে নেওয়া।

ফাঁকা মাঠে চরে বে়ড়াচ্ছিল বেশ কয়েকটি মহিষ ও বাছুর। হঠাৎ সেখানে এসে উপস্থিত হল একটি বিশাল কোমোডো ড্রাগন। চোখের সামনে চতুষ্পদ প্রাণীগুলিকে ঘুরে বেড়াতে দেখে শিকারের লোভে তেড়ে যায় কোমোডো ড্রাগনটি। সরীসৃপটিকে আক্রমণের ভঙ্গিতে এগিয়ে আসতে দেখে তেড়ে আসে ছুঁচলো শিংওয়ালা একটি মহিষ। লেগে যায় বিষম যুদ্ধ। সেই যুদ্ধের ছবিই ধরা পড়েছে একটি ভিডিয়োয়। সমাজমাধ্যমে ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। ভিডিয়োটি কবে ও কোথায় তোলা হয়েছে তা অবশ্য সুস্পষ্ট ভাবে জানা যায়নি। ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

দু’পক্ষের সেই যুদ্ধে দেখা গিয়েছে, তীক্ষ্ণ শিংওয়ালা মহিষটিকে তেড়ে আসতে দেখে প্রথমে পিছু হঠে যায় কোমোডোটি। বেশ কিছু ক্ষণ পর পরস্পরের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকতে দেখা যায় প্রাণী দু’টিকে। যুদ্ধের প্রস্তুতি নিতে দেখা যায় তাদের। এর পরই দ্বিতীয় বারের জন্য আক্রমণ ধেয়ে আসে ড্রাগনটির দিক থেকে। হাঁ করে সে ছুটে এসে কামড়ানোর চেষ্টা করে মহিষটিকে। শিং দিয়ে পাল্টা আঘাত হানতে যায় মহিষটি। কোমোডোর মাথায় শিং দিয়ে আঘাত করার চেষ্টা করতেই দূরে ছিটকে সরে যায় সেটি। অল্পের জন্য ধারালো শিংয়ের গুঁতো থেকে রক্ষা পায় কোমোডোটি। শিকারের রণমূর্তি দেখে রণে ভঙ্গ দেয় ভয়ঙ্কর সরীসৃপ।

‘নেচার ইজ় ব্রুটাল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই তা ৫৬ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। প্রচুর লাইক পড়েছে ভিডিয়োয়। ভিডিয়ো দেখে এক জন মন্তব্য করেছেন, ‘‘কোমোডোটি ভাগ্যের জোরে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement