viral video of rhino

জঙ্গল থেকে বেরিয়ে শহরে ঢুকে তোলপাড় একশৃঙ্গের, তাণ্ডব ধরা পড়ল ক্যামেরায়

খেপে যাওয়া গন্ডার কতটা বিপজ্জনক তা এই ভিডিয়ো দেখলেই আন্দাজ করা যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১২:০৩
Share:

ছবি: সংগৃহীত।

শহরে ঢুকে তাণ্ডব চালাল এক বিশালদেহী গন্ডার। দিনেদুপুরে নিজের ডেরা থেকে বেরিয়ে, রাস্তায় ছুটে বাইক আরোহীকে ধাক্কা মেরে ফেলে রীতিমতো ত্রাসের সঞ্চার করল একশৃঙ্গটি। সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে এমনি একটি ভিডিয়ো, যা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিয়ো। ‘জনকবাসনেট৫৫’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। তবে কোথায় এই ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।

Advertisement

গন্ডার রেগে গেলে তা যে ঠিক কতটা বিপজ্জনক, তা এই ভিডিয়ো দেখলেই আন্দাজ করা যায়। সেই সময় প্রাণীটির মুখোমুখি হওয়া ভয়ঙ্কর ঝুঁকির শামিল। ভাইরাল এই ভিডিয়োয় দেখা গিয়েছে গন্ডারের আক্রমণে মুহূর্তে এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। গন্ডারটি জঙ্গল থেকে বেরিয়ে বাইকে থাকা এক ব্যক্তির দিকে ছুটে আসে। আক্রমেণের হাত থেকে বাঁচতে বাইকচালক দৌড়ে পালাতে গিয়ে পড়ে আঘাত পান। গন্ডারটি বাইকে ধাক্কা মারতেই সেটি পড়ে যায়। গন্ডারটিকে ছোটাছুটি করতে দেখে রাস্তার লোকজন ভয়ে পালাতে শুরু করেন। শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা চিৎকার করে প্রাণীটিকে ভয় দেখানোর চেষ্টা করে। মনে করা হচ্ছে গন্ডারটির ওজন ২৮০০ কেজি পর্যন্ত হতে পারে। যে ব্যক্তি বাইক ছেড়ে পালিয়ে যান তাঁকে পরে উদ্ধার করা হয়। তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।

গন্ডারের এই ‘সন্ত্রাসের’ দৃশ্যটি সমাজমাধ্যমে প্রায় পৌনে তিন কোটি বার দেখা হয়েছে। সাত লক্ষেরও বেশি লাইক জমা পড়েছে। মন্তব্য বিভাগে অসংখ্য নেটাগরিক তাঁদের মতামত ব্যক্ত করেছেন। যিনি এই ঘটনার ভিডিয়ো করেছেন তাঁর সাহসের প্রশংসা করেছেন অনেকেই। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী হাসির ইমোজি দিয়ে মন্তব্য করেছেন, ‘‘ক্যামেরাম্যান কখনওই মরেন না।’’ অন্য আর এক জন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘জীবনের চেয়ে ভিডিয়ো গুরুত্বপূর্ণ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement