viral video

উর্দি পরে ধর্মগুরুর পা ছুঁয়ে টাকা নিলেন পুলিশকর্মীরা! ভিডিয়ো দেখে তড়িঘড়ি বদলি ৬ কনস্টেবল

ভিডিয়ো ভাইরাল হতেই ৬ জন কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। তাঁদের বদলির নির্দেশ দিয়েছেন পুলিশ সুপারিনটেনড্যান্ট অমরনাথ রেড্ডি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৫:৪৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

গাড়িতে বসেছিলেন ধর্মগুরু। তাঁকে দেখতে পেয়ে প্রণাম সারতে এলেন ছয় কনস্টেবল। ভক্তিভরে পা ছুঁয়ে প্রণাম করতেই গুরুজি তাঁর পকেট থেকে বার করলেন এক তাড়া নোট। সেই নোটের বান্ডিল থেকে একটি করে নোট তুলে দিলেন ছয় পুলিশকর্মীর হাতে। টাকা পেয়ে সেই টাকা কপালে ছুঁইয়ে পকেটে ভরতে দেখা গিয়েছে পুলিশকর্মীদের। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই ৬ জন কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। তাঁদের বদলির নির্দেশ দিয়েছেন পুলিশ সুপারিনটেনডেন্ট অমরনাথ রেড্ডি। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বাগালকোটে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

এক্স হ্যান্ডলে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বনশঙ্করী মন্দিরের কাছে কর্তব্যরত এই উর্দিধারী পুলিশকর্মীরা এক ধর্মগুরুর পা ছুঁয়ে তাঁকে প্রণাম করছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই ধর্মগুরুর নাম সিদ্দনকোল্লা শিবকুমার স্বামী। তিনি গাড়ি করে মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় কনস্টেবলেরা ধর্মগুরুকে দেখতে পান এবং গাড়ি থামাতে বলেন। তাঁরা শিবকুমার স্বামীর পা স্পর্শ করেন। মহারাজ এক বান্ডিল নোট বার করে তাঁদের টাকা দেন। সেগুলি কনস্টেবলেরা গ্রহণও করেন।

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। কয়েক জন সমাজমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, পুলিশ তাদের ব্যক্তিগত বিশ্বাস থেকে গুরুকে সম্মান করতেই পারে। তবে উর্দি পরে ধর্মগুরুর সামনে মাথা নত করা এবং কারও কাছ থেকে টাকা নেওয়া উচিত হয়নি। শুক্রবার বাগালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদ্দনকোল্লা শিবকুমার স্বামী পুলিশকর্মীদের বদলির বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেন ‘‘এটি ঘুষ নয়। এটি আশীর্বাদীস্বরূপ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement