viral video

টিনের ছাদে উঠে নাচছিলেন তরুণী, পা ফস্কাতেই মুখ থুবড়ে পড়লেন মাটিতে, ভিডিয়ো দেখে হাসির রোল

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শাড়ি পরে টিনের ছাদের উপর নাচছেন এক মহিলা। নাচতে নাচতে তিনি একেবারে ছাদের কিনারায় এসে দাঁড়ান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১০:১৯
Share:
woman dancing on a tin roof

ছবি: সংগৃহীত।

রিল তৈরির নেশায় টিনের ছাদে উঠে নাচ শুরু করেছিলেন তরুণী। নাচতে নাচতে ছাদ থেকে লাফিয়ে পড়তে গিয়েই ঘটে গেল বিপত্তি। টিনের ছাদে শাড়ি আটকে মাটিতে মুখ থুবড়ে পড়লেন তরুণী। পরিকল্পনা করে তিনি যে ভিডিয়োটি তৈরি করতে গিয়েছিলেন তা পুরোপুরি ভেস্তে যায়। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি কোথায় বা কবে তোলা হয়েছে তা সুস্পষ্ট নয় (এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভোজপুরি গানের তালে তালে শাড়ি পরে টিনের ছাদের উপর নাচছেন এক মহিলা। নাচতে নাচতে তিনি একেবারে ছাদের কিনারায় এসে দাঁড়ান। বসে লাফ দিয়ে মাটিতে নামতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা। হলুদ শাড়ি পরা তরুণীর ছাদ থেকে নামার সময় পা ফস্কে যায়। হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলেন এবং সরাসরি ধপাস করে মাটিতে পড়ে যান। এর ফলে তাঁর শাড়িটিও ছিঁড়ে যায় এবং পড়ে গিয়ে তাঁর মুখে আঘাত লাগে।

‘মা গায়ত্রী স্টুডিয়ো মাধেপুর’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে। ব্যবহারকারীরা এই মর্মান্তিক অথচ হাস্যকর মুহূর্তটি দেখে তাদের হাসি থামাতে পারেননি। লাইক-কমেন্টের ঝড় উঠেছে ভিডিয়োয়। মন্তব্য বিভাগটি মজার মজার প্রতিক্রিয়ায় ভরে উঠেছে। ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ১ লক্ষ ৬০ হাজার লাইক পড়েছে ভিডিয়োয়। একজন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “মিশন সফল।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement