viral video of metro

মেট্রোর কামরা না শোয়ার ঘর! মোবাইল দেখতে দেখতে মেট্রোর মেঝেয় শুয়ে সফর করলেন যুবক

মেট্রোর কামরার মেঝেতে শুয়ে শুয়ে সফর করে সমাজমাধ্যমের নজর কাড়লেন এক ব্যক্তি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৪:১৭
Share:

কখনও ভিডিয়ো বা রিল তৈরি করা, কখনও বা হাতাহাতি। মেট্রোর কামরায় উঠে নানা কীর্তিকলাপ করে সমাজমাধ্যমের নজর কাড়তে চান অনেকেই। এ বার মেট্রোর কামরার মেঝেতে শুয়ে শুয়ে সফর করে সমাজমাধ্যমের নজর কাড়লেন এক ব্যক্তি। মেট্রোয় যা হওয়ার নয় তাই এ বার প্রত্যক্ষ করলেন দিল্লি মেট্রোর নিত্যযাত্রীরা। সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় ‘দিল্লি কানেকশন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যাতে দেখা গিয়েছে এক ব্যক্তি দিব্যি শুয়ে আছেন কামরার মেঝেতে। ভিডিয়োটির ক্যাপশনে লেখা ছিল, ‘‘এত পরিশ্রমের পর চলুন দিল্লি মেট্রোতে বিশ্রাম নিই।’’ যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে যে এক ব্যক্তি দিল্লি মেট্রোর দুই কামরার সংযোগস্থলের মেঝেতে শুয়ে আছেন, তাঁর চারপাশে কী ঘটছে তাতে কোনও হেলদোল নেই ওই ব্যক্তির। আশপাশে দাঁড়িয়ে থাকা সহযাত্রীদের দিকে বিন্দুমাত্র ভ্রক্ষেপ না করেই ওই ব্যক্তি নিজের মোবাইলে মগ্ন ছিলেন। তাঁর এই অদ্ভুত আচরণ ক্যামেরাবন্দি করা হলেও কোনও আপত্তি জানাননি তিনি। ভিডিয়োটি দেখে বেশির ভাগ সমাজমাধ্যম ব্যবহারকারী জানিয়েছেন মেট্রোর মধ্যে এই সব ধীরে ধীরে স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে। প্রতি দিনই কেউ না কেউ এই ধরনের কাজকর্ম করেন। এক সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘ইনি বোধহয় ট্রেনের প্রথম শ্রেণির টিকিট কেটেছেন।’’ অন্য এক জন মন্তব্য করেছেন ‘‘মেট্রোতে এটি এখন খুবই স্বাভাবিক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement