ছবি টুইটার।
রীতিমতো উন্মত্ত চেহারা নিয়েছে নদী। খরস্রোতে সব কিছু ভেসে যাচ্ছে। এমন পরিস্থিতিতে জলের তোড়ে ভেসে যাচ্ছিলেন এক ব্যক্তি। জীবনকে তুড়ি মেরে ওই ব্যক্তিকে বাঁচাতে জলে ঝাঁপালেন দুই পুলিশকর্মী।
তার পর স্রোতের তোড় সামলে ওই ব্যক্তিকে উদ্ধার করেন দুই পুলিশকর্মী। বিপদের সময় যে ভাবে ওই ব্যক্তির পাশে দাঁড়িয়ে তাঁর প্রাণ বাঁচালেন, তাতে জনৈক দুই পুলিশকর্মীর সাহসিকতার তারিফ করেছেন সকলে। মহারাষ্ট্রের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
ভিডিয়োটি টুইট করেছেন এনসিপি নেত্রী তথা সাংসদ সুপ্রিয়া সুলে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, শিবানে গ্রামে বগুল উদ্যানের কাছে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে খরস্রোতা নদীর জলে ঝাঁপিয়ে ব্যক্তির প্রাণ বাঁচিয়েছেন পুণের দত্তাওয়াড়ির কনস্টেবল সাদ্দাম শেখ ও অজিত পোকারে।