ক্যাথলিন হেনিংস। —ছবি: সংগৃহীত।
মুখে একগাল হাসি। টেবিলের উপর বিয়ারের গ্লাস। সম্প্রতি ১০৫ বছরে পা দিয়েছেন বৃদ্ধা। পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে জন্মদিনও পালন করেছেন তিনি। বেশি দিন কী ভাবে সুখে-শান্তিতে বেঁচে থাকা যায়, জন্মদিনে সেই রহস্য ফাঁস করেছেন বৃদ্ধা।
বৃদ্ধার নাম ক্যাথলিন হেনিংস। ব্রিটেনের কেয়ার হোমে থাকেন তিনি। চলতি বছরের ২ অক্টোবর সেখানেই ১০৫তম জন্মদিন পালন করলেন ক্যাথলিন। জন্মদিনের উপহার হিসাবে তিনি পেয়েছেন বিয়ার খাওয়ার গ্লাস আর বিয়ারের প্রচুর ক্যান। সংবাদমাধ্যম এসডব্লিউএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমার বন্ধুবান্ধব, প্রতিবেশী সকলের সঙ্গে দেখা হয়ে যে কী ভাল লাগছে তা বলে বোঝাতে পারব না।’’
১০৫ বছর বেঁচে থাকার রহস্য জানতে চাইলে ক্যাথলিন বলেন, ‘‘সুখে-শান্তিতে জীবন কাটাতে চাইলে কোনও দিন বিয়ে কোরো না। প্রাণ ভরে বিয়ার খাও আর সিঙ্গল থাকো।’’
১৯১৯ সালে ব্রিক্সটনে জন্ম ক্যাথলিনের। স্কুল এবং কলেজজীবন সেখানেই কাটিয়েছেন তিনি। লন্ডনে বহু বছর সেবাকর্মী হিসাবে কাজ করতেন ক্যাথলিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মা এবং ভাইকে নিয়ে কট্সওল্ডে চলে যান তিনি। বর্তমানে ব্রিটেনের কেয়ার হোমে রয়েছেন ক্যাথলিন। ১০৫ বছরে পা দিয়েও বিয়ার খাওয়া ছাড়েননি তিনি। তাঁর মতে, বিয়ার খেয়ে মন ভাল রেখে একা একা জীবন কাটালেই বেশি দিন বাঁচা যায়।