—প্রতীকী ছবি।
কাঁচা আনাজের দাম নাকি বাজারে উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। ক্রেতাদের বড় অংশের অভিযোগ, আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচালঙ্কা-সহ প্রায় সব সব্জির বাজারদর ঊর্ধ্বমুখী। পাইকারি বা খুচরো বাজারে দামের কোনও হেরফের হয়নি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাজারে বিশেষ টাস্ক ফোর্স অভিযান শুরু করার পরেও নাকি বাজারদরে খুব একটা বদল ঘটেনি বলে ক্রেতাদের একাংশের দাবি।
শুধু পশ্চিমবঙ্গ নয়, এই সমস্যা দেখা দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তেই। হর্ষ উপাধ্যায় নামে এক নেট ব্যবহারকারী তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন, অনলাইন মাধ্যমে পণ্য বিক্রি করার একটি পরিচিত অ্যাপেও নাকি শাকসব্জির দাম আকাশ ছুঁয়েছে। ১০০ গ্রাম ওজনের ধনেপাতার দামই নাকি ১৩১ টাকা। আবার ধনেপাতা ছাড়ানোর পর আলাদা ভাবেও বিক্রির ব্যবস্থা রয়েছে সেই অ্যাপে। ১০০ গ্রাম ছাড়ানো ধনেপাতার দাম ১৪১ টাকা।
স্ক্রিনশট তুলে সেই ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেন হর্ষ। তাঁর পোস্ট দেখার পর এক নেট ব্যবহারকারী বলেন, ‘‘ঘরে বসে সকলে তিন-চার গুণ বেশি পয়সা খরচ করে জিনিস কেনেন। কিন্তু দোকানে ১০ টাকা অতিরিক্ত চাইলে তাঁদের যত সমস্যা।’’
হর্ষের পোস্টের জবাবে অনলাইন অ্যাপের তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে যে, তাঁদের অ্যাপে কিছু প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছিল। সেই কারণে ধনেপাতার দাম বেশি দেখিয়েছে। তবে সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে বলেও আশ্বাস দিয়েছে তারা।