প্রতিবেদন: প্রচেতা
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, উত্তর ২৪ পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, হুগলি, কলকাতা ও দার্জিলিঙের পাশাপাশি আরও ১০টি জেলায় উল্লেখযোগ্য ভাবে শেষ এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। পুজোর সময় স্বাস্থ্য দফতরের চিকিৎসকদের ছুটি বাতিল করে ‘রস্টার ডিউটি’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ডেঙ্গির প্রকোপ থেকে নিজেকে সুরক্ষিত রাখার উপায় বাতলে দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক যোগীরাজ রায়।