বাংলার দুর্গা পুজোর ছোঁয়া বিদেশে। নেদারল্যান্ডসের ‘আনন্দধারা’ এ বার তাদের ষষ্ঠ বর্ষের পুজোর আয়োজন করেছে। আর এই মহা আয়োজনে হাত মিলিয়েছেন অনেকেই।বাঙালি-অবাঙালি, ভারতীয়-অভারতীয় নির্বিশেষে। দুর্গা পুজোর সময় অনেক বাঙালি কলকাতায় আসতে পারেন না। সেই দুঃখ ভুলতে এ বারের পুজোর থিম ‘এক টুকরো কলকাতা’। ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ এবং সাবেক কলকাতার পটচিত্র দিয়ে মণ্ডপসজ্জা হয়েছে। বাংলায় না থাকলেও বাঙালিয়ানা আমস্টারডামে রয়েছে ষোলো আনা।