Dengue Prevention

গ্রামাঞ্চলে ডেঙ্গি প্রতিরোধে আশাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: পঞ্চায়েত মন্ত্রী

গ্রামাঞ্চলে যে সমস্ত পুজো কমিটি ডেঙ্গি সচেতনতায় এগিয়ে আসবে তাদের পুরস্কৃত করবে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর, ঘোষণা পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদারের।

প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ২১:২০
Share:
Advertisement

শুধু শহর নয়, গ্রাম থেকে মফস্বল সব জায়গাতে থাবা বসাচ্ছে ডেঙ্গি। ডেঙ্গি সচেতনতায় একটি কর্মশালার আয়োজন করে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। এই কর্মশালাতে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের আধিকারিকেরা। গ্রামাঞ্চলে কীভাবে ডেঙ্গি প্রতিরোধ করা হবে সেই নিয়ে এই কর্মশালাতে আলোচনা হয়। গ্রামাঞ্চলে ডেঙ্গি সচেতনতা বাড়াতে আশাকর্মীদের বিশেষ প্রশিক্ষণের কথাও জানান পঞ্চায়েত মন্ত্রী। ডেঙ্গি হলে গ্রামের মানুষ যাতে সঠিক পরিষেবা পান, সেই জন্য রক্তপরীক্ষা থেকে শুরু করে চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে তৈরি থাকতে নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement