animals

লিপস্টিক পরা মাছ, লম্বকর্ণ ছাগল, নীল ড্রাগন...পৃথিবীর কোথায় হদিস মেলে এই ‘সুন্দরী’দের

ডিজনির ‘ডাম্বো’ ছবিটি দেখেছেন? বাচ্চা হাতিটির ইয়া বড় বড় কান! কখনও ভেবেছেন, বাস্তবে কোনও চারপেয়ের এত লম্বা কান রয়েছে কি না?

লিপস্টিক পরা মাছ, লম্বকর্ণ ছাগল, নীল ড্রাগন...পৃথিবীর কোথায় হদিস মেলে এই ‘সুন্দরী’দের

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ১৮:১১
Share:
Advertisement

সম্প্রতি লম্বা কানযুক্ত একটি ছাগলের খোঁজ মিলল পাকিস্তানে। প্রশান্ত মহাসাগরের বুকে গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জে খ‌োঁজ মেলে ‘রেড লিপড্‌ ব্যাটফিশ’-এর। দেখলে মনে হবে যেন ঠোঁটে লাল রঙের লিপস্টিক পরে রয়েছে। মেক্সিকো, আমেরিকা, চিলির বিভিন্ন প্রান্তে ‘পান্ডা অ্যান্ট’ দেখা যায়। পান্ডার গায়ে যেমন সাদা-কালো ছাপ রয়েছে, ঠিক সে রকমই ছাপ দেখা যায় এই পিঁপড়ের শরীরে। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের বুকে হদিস মেলে ‘ব্লু ড্রাগন’-এর। কখনও সমতলে, কখনও সমুদ্রের গভীরে, কখনও বা জঙ্গলে। খোঁজ করলে মিলবে নানান বিচিত্র প্রকৃতির জীব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement