Weather Forecast

সাগরে শঙ্কা! ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বাড়বে রাতের তাপমাত্রা

দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ১ ডিসেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এ পরিণত হতে পারে।

প্রতিবেদন: সুদীপ্তা

আনন্দবাজার অনলাইন
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ১৩:১৬
Share:
Advertisement

ডিসেম্বরের শুরুতেই ঠান্ডার ঝাঁপি বন্ধ? আবহাওয়া দফতরের পূর্বাভাস সে দিকেই ইঙ্গিত দিচ্ছে। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। ১ ডিসেম্বর সেটি আরও এগিয়ে এসে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এ পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়ে পরিণত হলেও সেটি কোথায় আছড়ে পড়বে তা এখনও বোঝা যায়নি।

আবহাওয়ার এই পট পরিবর্তনের ফলে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বাড়বে রাতের তাপমাত্রাও। কলকাতার তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। ডিসেম্বরের শুরুতে হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। তবে দক্ষিণবঙ্গে এখনই কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement