প্রতিবেদন ও চিত্রগ্রহণ: সুবর্ণা ও প্রিয়ঙ্কর, সম্পাদনা: ঋতুরাজ, গ্রাফিক: বিজন
গত তিন বছর কলকাতায় কালীপুজো-পরবর্তী বাতাসের মানসূচক ছিল যথাক্রমে ১৮৭, ২১৯ এবং ৩২৬, যা পরিবেশবিদদের মতে, অত্যন্ত উদ্বেগের। সেখানে মঙ্গলবার সকাল ৭টায় শহরের বাতাসের মানসূচক ছিল ৩৭। একই রকম পরিস্থিতি ছিল বুধবার সকালেও। অন্য দিকে, মঙ্গলবার সকালে দিল্লির বাতাসের মানসূচক পৌঁছেছিল ৩২৬-এ। কলকাতায় এ বার দূষণ মাত্রা কম হওয়ার কারণ কী? আমাদের শহর কি দিল্লির তুলনায় বেশি সচেতন হয়েছে? ব্যাখ্যায় পরিবেশবিদ সুভাষ দত্ত।