২২ জানুয়ারি অযোধ্যার নবনির্মিত রামমন্দির উদ্বোধন। তার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল চার জন শঙ্করাচার্যকেও। কিন্তু তাঁরা ওই দিন উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন। মন্দির উদ্বোধন ‘হিন্দু ধর্মশাস্ত্রবিরোধী’ বলে দাবি জোশীমঠের শঙ্করাচার্যের। অবিমুক্তেশ্বরানন্দের যুক্তি কী? বাকিরা কী কারণ দেখাচ্ছেন?
রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সাত হাজারেরও বেশি জনকে আমন্ত্রণ জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। সিনেমা এবং টেলিভিশনের তারকা, শিল্পপতি, রাজনৈতিক নেতা, ক্রীড়াবিদদের পাশাপাশি ধর্মীয় গুরু, পণ্ডিত এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্বোধনের দিন রাম মন্দিরে ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।