গত ৭২ ঘণ্টায় নতুন করে আর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি শমসেরগঞ্জ, ধুলিয়ান, সুতিতে। ছন্দে ফিরতে শুরু করেছে মুর্শিদাবাদ। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। ভয়, আতঙ্কের পরিবেশ কাটিয়ে পরিস্থিতি এখন অনেকটাই সহজের পথে। রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। পড়ুয়ারা ফিরেছে ক্লাসরুমে।