হাথরসের সুরজপাল সিংহ পুলিশের চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে স্বঘোষিত গুরু হয়ে ওঠেন। ৩০ একর জমির উপর তাঁর বিশাল আশ্রম। সেখানে প্রতি দিন ভোলে বাবার দর্শন করতে হাজির হন কমপক্ষে ১২ হাজার ভক্ত। প্রতি মঙ্গলবার সৎসঙ্গের আসর বসে। সেখানে ভোলে বাবার সঙ্গেই থাকতেন তাঁর স্ত্রী। যিনি ভক্তদের কাছে ‘মাতাশ্রী’ নামে পরিচিত। মঙ্গলবার সেই সৎসঙ্গ চলাকালীনই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় শতাধিক মানুষের। এখানেই প্রশ্ন উঠছে, বৃষ্টির সময় কেন বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করল না প্রশাসন? ভিড় হবে জেনেও আশ্রমের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা কেন হুড়োহুড়ি ঠেকাতে সতর্ক হল না? সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বুধবার সকালেই এই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করে পুলিশ। তবে এফআইআরে নাম নেই ভোলে বাবার। যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।