ভোটের আবহের মধ্যেই পরীক্ষার ৮০ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। লক্ষ লক্ষ পড়ুয়াকে পিছনে ফেলে এ বার রাজ্যে প্রথম স্থানাধিকারী কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ৭০০-র মধ্যে চন্দ্রচূড় পেয়েছে ৬৯৩। তার এই নজরকাড়া সাফল্যের নেপথ্যে কে? ফল ঘোষণার পর চন্দ্রচূড় জানাচ্ছে, স্কুল নয়, তাঁর এই সাফল্যের নেপথ্যে গৃহশিক্ষকের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ ছিল। চন্দ্রচূড়ের কথায়, বোর্ড পরীক্ষায় সময়ানুবর্তিতা একটা বড় বিষয়। চিকিৎসক হতে চাওয়া পড়ুয়া বলছে, “কোনও বাধা রুটিন ধরে পড়়াশোনা করেছি এমনটা নয়। যখনই ভালো লেগেছে, তখনই পড়া এগিয়ে রেখেছি।” ছেলের সাফল্যে স্বাভাবিক ভাবেই আনন্দে ভাসছে পরিবার।