প্রতিবেদন-সুদীপ্তা,সম্পাদনা-জয়
রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়ার নির্ধারিত সময় ছিল ৬ মে। কিন্তু অতিরিক্ত গরমের জেরে নির্ধারিত সময়ের অনেক আগেই ছুটি ঘোষণা করে দিল রাজ্য সরকার। এই সময়ে বেশ কিছু স্কুলে পরীক্ষা চলে। পরীক্ষা বন্ধ করার পক্ষপাতী নন অনেক অভিভাবক। তাঁদের বক্তব্য, এমনিতেই নির্বাচনের কারণে গরমের ছুটির দিন বাড়ানো হয়েছিল। তাপপ্রবাহের কারণে গরমের ছুটি আরও দু’সপ্তাহ এগিয়ে আসায় পঠনপাঠনের ক্ষতির আশঙ্কায় অভিভাবকদের একাংশ।