সোমবারই সুনীতাকে লেখা প্রধানমন্ত্রী মোদীর একটি চিঠি প্রকাশ্যে আসে। গত ১ মার্চ লেখা ওই চিঠিতে মোদী লিখেছেন, ‘‘আপনার কৃতিত্ব নিয়ে আমরা গর্বিত। ১.৪ বিলিয়ন (১৪০ কোটি) ভারতীয় সব সময়ই আপনার কৃতিত্বে গর্ববোধ করে। হাজার হাজার মাইল দূরে থাকলেও আপনি আমাদের হৃদয়ের কাছেই রয়েছেন। ভারতীয়েরা আপনার সুস্থতা এবং সাফল্য কামনা করেন।’’ মহাকাশ থেকে ফিরে ভারতে আসার জন্য সুনীতাকে আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী। চিঠিতে তিনি লেখেন, ‘‘ফিরে আসার পর ভারতে আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’’মোদীর কথায় উঠে এসেছে সুনীতার বাবা দীপক পাণ্ড্য, মা বনি এবং স্বামী মাইকেল উইলিয়ামসের কথাও।