প্রতিবেদন: তীর্থঙ্কর
মহালয়ার পরদিন (২৬ সেপ্টেম্বর) থেকে কলকাতা এবং শহরতলির জন্য রাস্তায় নামতে চলেছে বাড়তি ১০০টি এসি এবং নন-এসি বাস। শনিবার সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পুজোর মণ্ডপ এবং ভিড়ের জন্য কলকাতার একাধিক রাস্তা নো এন্ট্রি থাকে। রাস্তায় নামে না অনেক বেসরকারি বাস। এ নিয়ে দীর্ঘ দিন ধরে ক্ষোভ ছিল যাত্রীদের মধ্যে। সেই ক্ষোভ মেটাতে এ বার উদ্যোগী পরিবহণ দফতর। গড়িয়া-এয়ারপোর্ট, দমদম-চিনারপার্ক, টালিগঞ্জ ট্রামডিপো-মধ্যমগ্রাম, বারুইপুর-নবান্ন ইত্যাদি রুটে চালু হচ্ছে এই সরকারি বাস পরিষেবা। পুজোর পরেও এই পরিষেবা চালু থাকবে, জানিয়েছেন মন্ত্রী। অতিরিক্ত বাস পরিষেবা চালু হচ্ছে দিঘা যাতায়াতের জন্যও।