রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় বাড়তি সুযোগসুবিধা দিতে হবে। এই মর্মে নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। যদিও রাজ্যের বর্তমান শিক্ষা পরিকাঠামোয় প্রতিটি সরকারি স্কুলে এই বন্দোবস্ত আদৌ করা সম্ভব কি না, তা নিয়ে সন্দিহান বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।