জলসঙ্কট এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলির মধ্যে একটি। অপরিকল্পিত নগরোন্নয়ন, ভূর্গভস্থ জলের যথেচ্ছ ব্যবহার এই সমস্যার মূল কারণ। উত্তর ২৪ পরগণার সোদপুর, বারাসাত, মধ্যমগ্রাম এলাকায় জলের স্তর বিপদ সীমার নিচে, আর আড়াই মিটার নীচে নামলেই পানীয় জলে মিশে যাবে আর্সেনিক, যা প্রাণঘাতী। ভূগর্ভস্থ জলের স্তর বাড়িয়ে তোলার জন্য বৃষ্টির জলকেই মাটির তলায় ধরে রাখার ব্যবস্থাপনার নজির গড়েছে মধ্যমগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়।