দার্জিলিঙের টুংলিঙে প্রতি বছরের মতো শুরু হল ইয়াক উৎসব৷ আগামী ৩ দিন ধরে চলবে এই উৎসব। দার্জিলিঙের সান্দাকফু, ফালুট, টংলু, টুংলিঙ এলাকায় মানুষের জীবনধারণের অনেকটা নির্ভর করে ইয়াকের উপর। এই উৎসবে ইয়াক সেজে যোগ দেন স্থানীয় বাসিন্দারা। চলে নাচ গান। এই উৎসবকে কেন্দ্র করে শুরু হয়েছে ভারত এবং নেপালের মধ্যে পর্যটন নিয়ে বৈঠকও। সীমান্তের অন্যান্য জায়গায় কাঁটাতারের বেড়াজাল থাকলেও উন্মুক্ত সীমান্ত রয়েছে একমাত্র সান্দাকফুতে। সেখানেই চলছে পর্যটন নিয়ে দু’দেশের বৈঠক। ইয়াক উৎসবের মাধ্যমে দু’দেশের প্রতিনিধি এবং পর্যটন ব্যবসায়ীরা যোগ দিয়েছেন সান্দাকফুর ওই বৈঠকে।