প্রতিবেদন ও চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: অসীম
গঙ্গাসাগরে মকর সংক্রান্তির মেলায় শুধু পুণ্যার্জনই নয়, উপার্জনের আশায়ও আসেন অনেক মানুষ। নদীতীরে, কপিল মুনির আশ্রমের আশেপাশে, ভিক্ষার আশায় ঘুরে বেড়ান বহুরূপীরা। এঁদেরই এক জন ডায়মন্ড হারবারের কৃষ্ণা মণ্ডল। গায়ে মনসার সাজ আর মুখে যাত্রার গান। দাদা সাজেন শিব, তাঁর সঙ্গেই ‘কালেকশনে’র আশায় মেলায় এসেছেন কৃষ্ণা।