২০২২-এ সারা বিশ্ব জু়ড়ে ঘটে যাওয়া নানা ঘটনায় সব থেকে বেশি ব্যবহৃত শব্দটি হল ‘ওম্যান’, দাবি ব্রিটিশ সংবাদ সংস্থার। ‘ওম্যান’ শব্দের আক্ষরিক অর্থ কী, আন্তর্জালিক মাধ্যমে সেই খোঁজের পারদ এই বছরের ভিন্ন ভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ চড়েছে। ‘ডিকশনারি ডট কম’ তাই ‘ওম্যান’ অর্থাৎ নারী শব্দটিকে বছরের সবচেয়ে চর্চিত শব্দের (ওয়ার্ড অব দ্য ইয়ারের) স্বীকৃতি দিয়েছে। সমকালীন সংস্কৃতির প্রেক্ষিতে লিঙ্গ, পরিচয় ও ভাষার অভ্যন্তরীণ সম্পর্কের গুরুত্বই এই সিদ্ধান্তের কারণ হতে পারে। প্রাথমিক ভাবে ‘ওম্যান’ শব্দের অর্থ ‘একজন প্রাপ্তবয়স্ক স্ত্রীলোক’ বলে অভিহিত করা হলেও রক্ষণশীলপন্থী ও রূপান্তরকামীদের মধ্যে দ্বন্দ্বের বিষয়টিকে স্বীকৃতি জানিয়ে পরবর্তীক্ষেত্রে ডিকশনারি ডট কম জানিয়েছে যে ‘ওম্যান’ শব্দটি আসলে ভিন্নতর সংজ্ঞায় বিশ্বাসী সকল মহিলার ক্ষেত্রেই প্রযোজ্য।