প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ: অলোক, সম্পাদনা: শুভাশিস
৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় জায়গা পেল পশ্চিমবঙ্গ মহিলা কমিশন। ১২ দিনের বইমেলায় তাঁদের স্টলে ঠাসা কর্মসূচি। উপস্থিত থাকবেন সমাজের নানা পেশার বিশিষ্ট মহিলারা, বিনোদন জগতের পরিচিত মুখেরা। সাংবাদিকতা থেকে পুলিশ প্রশাসন— বিবিধ ক্ষেত্রে সফল মেয়েরা বলবেন তাঁদের অভিজ্ঞতার কথা। থাকছেন মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয়রা। তাঁরা মূলত ভাগ করে নেবেন তাঁদের জীবনের কথা, তাঁদের সাফল্যের কথা। এই কথোকপকথন সমাজে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে ও সচেতনতা বাড়াতে উপযোগী হবে বলে আশাবাদী কমিশনের সদস্যরা। পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের কাজের কথা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বইমেলাকে বেছে নেওয়া হয়েছে, জানান কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়।