প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: বিজন
বকেয়া মহার্ঘ ভাতা, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে শহীদ মিনারের সামনে অবস্থানে বসেছেন রাজ্য সরকারের কর্মীরা। শনিবার ২৩ দিনে পড়ল তাঁদের এই বিক্ষোভ কর্মসূচি। পাশাপাশি নয় দিন ধরে চলছে আমরণ অনশনও। শনিবার এক অনশনরত সরকারি কর্মী অসুস্থ হয়ে পড়লে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথমঞ্চ।