প্রতিবেদন: প্রচেতা
প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু মাধ্যমিক। কেমন ছিল বাংলার প্রশ্ন? পরীক্ষার পরই প্রশ্নপত্র এসে পৌঁছল আনন্দবাজার অনলাইনের হাতে। ৪০০ শব্দের রচনার বিষয় বর্তমান যুগ ও কুসংস্কার, বন ও বন্যপ্রাণ সংরক্ষণ, বাংলার ঋতু বৈচিত্র, একটি পথের আত্মকথা। প্রতিবেদনে লিখতে দেওয়া হল ‘নিজস্বী (সেলফি) তুলতে গিয়ে দুর্ঘটনা’। ৫ নম্বরের প্রশ্নে এল খিদ্দা এবং কোনির জীবনের রসায়ন।