প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: বিজন
একশো দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠ করছে তৃণমূল সরকার। এমনটাই অভিযোগ বিজেপির। এ ছাড়াও রয়েছে নিয়োগে দুর্নীতি। এরকম একাধিক ‘দুর্নীতি’র প্রতিবাদে বুধবার দুপুরে শ্যামবাজারে ধর্নায় বসে রাজ্য বিজেপি। নাটক-নাচ-গানে চলে বিক্ষোভ কর্মসূচি। উপস্থিত ছিলেন রাহুল সিংহ, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল-সহ রাজ্য বিজেপির একাধিক নেতানেত্রী।
বুধবার দুপুরে রেড রোডে যখন কেন্দ্রীয় সরকারের ‘আর্থিক বঞ্চনা’র প্রতিবাদে ধর্নায় বসেছেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময়ই শ্যামবাজারে পাল্টা কর্মসূচি নিল বিজেপি। বিজেপির সভামঞ্চ থেকে এ দিন কটাক্ষ করা হয় শাসকদলের অবস্থানকে।