Mamata Banerjee

‘দিল্লিতেও চাই পরিবর্তন’, লোকসভা ভোটের আগে জোট বার্তা মমতার

এক জোট হয়ে লড়াই করলে বিজেপি এবার ক্ষমতায় ফিরবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন
হাওড়া শেষ আপডেট: ০২ মে ২০২৩ ১৯:৪৩
Share:
Advertisement

তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বার্তা। নবান্নে নিজের অফিস ঘর থেকে ভিডিয়ো বার্তায় বিরোধীদের এক হওয়ার আহ্বান জানালেন তৃণমূল নেত্রী। “বিরোধীরা একজোট হলে, বিজেপি ক্ষমতায় ফিরতে পারবে না”, এমনটাই বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন নিজের ভিডিয়ো বার্তায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করে তিনি বলেন, “আমরা ভেবেছিলাম, ৩৪ বছরের অত্যাচারী সরকার চলে যাওয়ার পর কেন্দ্রীয় সরকারের সহানুভূতি পাব। ভেবেছিলাম আমাদের ন্যায্যটা আমরা পাব। সেগুলি তো দেয়নি, এমনকি একশো দিনের কাজের টাকাও আমরা পাইনি।” ২০২১ সালে একটানা তৃতীয় বারের জন্য রাজ্যের ক্ষমতায় আসে তৃণমূল। ২মে তার বর্ষপূর্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, “১২ বছরে আমরা বাংলাকে এগিয়ে দিয়েছি, বঙ্গ ললনারা এখন বন্দিত হচ্ছেন। অন্নদাতাদের রোজগার তিনগুণ বেড়েছে। বাংলা এখন পর্যটনেও এক নম্বর। উন্নয়নের বাতাবরণে বাংলা এখন রূপসী বাংলা।” বিজেপিক নিশানা করে তাঁর বক্তব্য, “দুর্যোধন, দুঃশাসনের মতো আচরণ করছে। মেয়েদের অসম্মান, মায়েদের অসম্মান করছে। তারপরও বাংলা মাথা তুলে দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী মন কি বাতের নাম করে মিথ্যার কথা বলছে। দেশে পরিবর্তন জরুরি, দিল্লির নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement