জলের জন্য কারও দাঁত ভেঙেছে। কারও ফেটে গিয়েছে কপাল, নাক এবং ঠোঁট। এটাই এখন মালদহের হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কিসমত বড়োল গ্ৰামের ছবি। তিন মাসেরও বেশি সময় ধরে গ্রামের নলকূপগুলিতে জল উঠছে না। এই গরমে পানীয় জলের সঙ্কট আরও বেড়েছে। নলকূপ হাতল চাপতে গিয়ে তা ছিটকে ঘটছে দুর্ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে প্রশাসনিক দফতরের কাছে বার বার লিখিত আবেদন জানিয়েও সমস্যার সমাধান হয়নি। প্রশাসন জানিয়েছে, শীঘ্রই সমস্যা দূর হবে।স্থানীয়দের ভরসা নলকূপই। কিন্তু এই গ্রীষ্মে জলস্তর মাটির অনেকটা নীচে নেমে যাওয়ায় নলকূপ দিয়ে জল উঠছে না। শীঘ্রই সমস্যা দূর না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন তাঁরা। এই অঞ্চলের পঞ্চায়েত সদস্য মামণি দাসের স্বামী আশিসচন্দ্র দাস বলেন, ‘‘জলের সমস্যা দীর্ঘ দিনের। প্রশাসনের কাছে বেশ কয়েক বার আবেদন করা হয়েছে। কিন্তু এখনও সমস্যা সমাধান হয়নি।’’ উল্লেখ্য তুলসীহাটা গ্রামপঞ্চায়েতটি তৃণমূল কংগ্রেস পরিচালিত হলেও কিসমত বড়োল অঞ্চলের সদস্য বিজেপি। হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ব্লক আধিকারিক অনির্বাণ বসু জানান, বিষয়টি নজরে এসেছে। এলাকায় পানীয় জলের সমস্যা দুর করার জন্য পরিকল্পনা করা হয়েছে। শীঘ্রই তা করা হবে।