DA

অনশন মঞ্চে অসুস্থ আরও এক, মহার্ঘ ভাতার দাবিতে সরকারি কর্মীদের আন্দোলন জারি

বুধবার রাতে, তেরো দিন অনশন করার পর অসুস্থ হয়ে পড়েন সংগ্রামী যৌথমঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: শুভাশিস

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৩
Share:
Advertisement

বৃহস্পতিবার শহীদ মিনারের সামনে সংগ্রামী যৌথমঞ্চের অবস্থান মঞ্চে অসুস্থ হয়ে পড়েন অনশনকারী স্মৃতি আচার্য। ১৪ দিন ধরে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে স্মৃতি ও তাঁর সহকর্মীরা অনশন চালিয়ে যাচ্ছেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। বুধবার রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন আর এক অনশনকারী, ভাস্কর ঘোষ। তিনি সরকারি কর্মীদের সংগ্রামী যৌথমঞ্চের অন্যতম আহ্বায়ক। ভাস্করকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর স্যালাইন চলছে। আন্দোলনকারীদের দাবি, এখনও কোন খাবার খাননি ভাস্কর।

ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের আন্দোলন সম্পর্কে ফিরহাদ হাকিমের সাম্প্রতিক মন্তব্যেরও পাল্টা জবাব দেন সংগ্রামী যৌথমঞ্চের আন্দোলনকারীরা। আগামী ১০ ফেব্রুয়ারি ধর্মঘটের সিদ্ধান্তে অনড় তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement