প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: অলোক
নবান্ন নির্দেশ দিয়েছিল এই দু’দিন সমস্ত সরকারি অফিস খোলা থাকবে এবং জরুরি কারণ ছাড়া কোনও ছুটি মঞ্জুর করা যাবে না। তার পরও যদি কোনও কর্মী ছুটি নেন, তা হলে তাঁর বেতন কাটা যাবে। এমনকি, কর্মজীবন থেকে বাদ যাবে একটি দিন। সরকারের এই হুঁশিয়ারির পরও কর্মবিরতি পালনে মরিয়া সরকারি কর্মীদের একাংশ। সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথমঞ্চের পাল্টা বক্তব্য, এরকম কোনও আইন নেই।