Mamata Banerjee

পঞ্চায়েতের আগে নতুন কর্মসূচি, ‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে ঘরে ঘরে তৃণমূল

সামনেই পঞ্চায়েত ভোট। তাই আর দেরি না করে, নতুন বছরের দ্বিতীয় দিনেই নতুন কর্মসূচি নিয়ে ফেলল তৃণমূল। কর্মসূচির নাম ‘দিদির সুরক্ষা কবচ’।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ১৪:১৭
Share:
Advertisement

নতুন বছরের দ্বিতীয় দিনেই দলীয় কর্মসূচি ঘোষণা করল তৃণমূল। পঞ্চায়েতের আগে রাজ্যস্তরের সাড়ে তিনশো নেতাকে দায়িত্ব। ১০ কোটি মানুষকে নাগরিক পরিষেবা পৌঁছে দিতে কাজ করবে আওর সাড়ে ৩ লক্ষ ভলান্টিয়ার। রাজ্যের শাসকদলের এই কর্মসূচির নাম ‘দিদির সুরক্ষা কবচ’। মূলত, রাজ্য সরকারের ১৫টি প্রকল্প হাতের নাগালে পৌঁছে দিতেই দলীয়ভাবে এই কর্মসূচি নিল তৃণমূল। অনলাইন পরিষেবার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে ‘দিদির দূত’ নামের অ্যাপও। আজ আনুষ্ঠানিকভাবে কর্মসূচির লোগো উন্মোচিত হলেও কাজ শুরু হবে ১১ জানুয়ারি থেকে, ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement