নতুন বছরের দ্বিতীয় দিনেই দলীয় কর্মসূচি ঘোষণা করল তৃণমূল। পঞ্চায়েতের আগে রাজ্যস্তরের সাড়ে তিনশো নেতাকে দায়িত্ব। ১০ কোটি মানুষকে নাগরিক পরিষেবা পৌঁছে দিতে কাজ করবে আওর সাড়ে ৩ লক্ষ ভলান্টিয়ার। রাজ্যের শাসকদলের এই কর্মসূচির নাম ‘দিদির সুরক্ষা কবচ’। মূলত, রাজ্য সরকারের ১৫টি প্রকল্প হাতের নাগালে পৌঁছে দিতেই দলীয়ভাবে এই কর্মসূচি নিল তৃণমূল। অনলাইন পরিষেবার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে ‘দিদির দূত’ নামের অ্যাপও। আজ আনুষ্ঠানিকভাবে কর্মসূচির লোগো উন্মোচিত হলেও কাজ শুরু হবে ১১ জানুয়ারি থেকে, ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।